দুলারহাট প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দিন ও সম্পাদক গিয়াসউদ্দিন |
নিজস্ব প্রতিনিধি:
ভোলার দুলারহাট প্রেসক্লাবের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মো. শাহাবুদ্দিন মাষ্টার (দৈনিক এই বাংলা) সভাপতি ও একে এম গিয়াস উদ্দিন (দৈনিক সকাল বেলা)কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
আজ(১০ অক্টোবর)বৃহস্পতিবার দুলারহাট সদর প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. আকতারুজ্জামান সুজন (দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মেহেদী হান্নান (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক এম নোমান চৌধুরী (দৈনিক আমার সংবাদ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস রহমান সোহেল (চ্যানেল এস), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান (দৈনিক আজকের পরিবর্তন), দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন (দৈনিক সকালের ডাক), প্রচার ও প্রকাশন সম্পাদক মো. সৈয়দ আহাম্মদ (ভোলা বার্তা), কোষাধ্যক্ষ মো. মেজবাহ রবিন (দৈনিক আলোকিত সকাল), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সৌরব (দৃষ্টি একাত্তর), ক্রীড়া সম্পাদক মো. বায়জিদ (ভোলা বার্তা), সদস্য মোঃমাহাতাবউদ্দিন(স্বদেশ বাংলা),মোঃ সিরাজুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মো. বাবুল হোসেন (ভোলা ক্রাইম নিউজ), মো. মহিউদ্দিন (দৈনিক নওরোজ), মো. নাজিম (ভোলা নিউজ)।