ভয়াবহ আগুণে পুড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যালয় |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোয়াটারে ভয়াবহ আগুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যালয়সহ আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালকের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনের বিষয়টি স্থানীয়দের নজড়ে আসে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালানো হয়। পরে আগুন পুরোপুরি নিভাতে যোগ দেয় দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিস দল। প্রায় ১ঘন্টা চেষ্টা চালানোর পর আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার সময় বাড়ি ও কার্যালয়ে কেও না থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে আগুনে সুত্রপাত হয়। আর মুর্হুতে আগুন কার্যালয়ের চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় একঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস টীমের ধারণা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, দেশের সর্ব বৃহত্তর উপজেলা এখনো কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। তাই দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের জোর জানিয়েছে স্থানীয়রা।