চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ
চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

চট্টগ্রামে হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জঙ্গি সংগঠন ইসকন-কে নিষিদ্ধের দাবীতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১০ টায় উপজেলার চরভদ্রাসন বাজারের ব্রিজ থেকে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা উলামা পরিষদ ও সংগ্রামী মুসলিম জনতা। পরে বাজরের চত্ত্বরে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন চরভদ্রাসন উপজেলা উলামা পরিষদ শাখার নেতাকর্মী, ও আলেম সমাজের প্রতিনিধিরা।


সমাবেশে  মুফতি মুহাম্মাদ জাকারিয়ার সভাপতিত্ত্বে চরভদ্রাসন উপজেলা উলামা পরিষদের মুফতি মিজানুর রহমান, মুফতি সেলিম হুসাইন, মুফতি সালাহুদ্দীন, মাওলানা জহুরুল হক বক্তব্য দেন।


সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।


একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান চরভদ্রাসন উপজেলা উলামা পরিষদের নেতাকর্মীরা।



Post Top Ad

Responsive Ads Here