ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

 

ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল
ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

পিরোজপুর  প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।


আজ সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রজনতা জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশ্যপুত্তলিকাসহ ঝাড়ু হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে মনির আকনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।


এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।


তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।


জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের দলের আভ্যন্তরিন কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। মিছিলে দলীয় কোন নেতাকর্মী থেকে থাকেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। আপমান অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।




Post Top Ad

Responsive Ads Here