উদ্বোধনীর একদিন পরেই বোয়ালমারীতে বিএনএম'র অস্থায়ী কার্যালয় ভাঙচুর |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনএম'র অস্থায়ী কার্যালয়ের অফিস উদ্বোধনের একদিন পরেই দূর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৫.১১.২৪) রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
জানা যায়, পৌরসদরে থানা রোডে অবস্থিত বিএনএম'র অস্থায়ী কার্যালয়ের দূর্বৃত্তরা রাতে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার ও সিলিংফ্যান ভাঙচুর করে পালিয়ে যায়।
সোমবার (০৪.১১.২৪) বিকেলে বিএনএমএর চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর অফিসটা উদ্বোধন করেন।
পৌর বিএনএমএর সদস্য সচিব আশরাফুল আলম সেলিম বলেন, অফিসে কেউ ছিলনা। তবে কারা ভেঙেছে তা বলতে পারছিনা।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। তবে দূর্বৃত্তরা চেয়ার ভাঙচুর করেছে তার অবশিষ্ট রয়ে গেছে। তবে অফিস ভাঙচুর হয়নি। এখনও লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।