বোয়ালমারীতে ২৩টি মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৭, ২০২৪

বোয়ালমারীতে ২৩টি মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেপ্তার

 

বোয়ালমারীতে ২৩টি মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেপ্তার
বোয়ালমারীতে ২৩টি মাদক মামলার আসামি ডিজে মাহফুজ গ্রেপ্তার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩টি মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র একটি টিম।


৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৭ টার দিকে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম থেকে মাহফুজকে আটক করে ডিএনসি'র সদস্যরা। 


ডিজে মাহফুজ দক্ষিণ কামারগ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে। সে চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩ টি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন থানায় এই মাদক কারবারির বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ। 


তার বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন। 


মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে পৌর সভার দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালিয়ে মাদক নিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল ও ২শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনের ২০১৮এর (সংশোধনী ২০২০) ৩৬(১) সারণির ১৪(খ) ও ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা করা হয়।


বোয়ালমারী থানা পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান জানান - জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডিজে মাহফুজকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩ টি মাদক মামলা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে  দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডিজে মাহফুজকে ডিএনসি'র মামলায় দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here