কুষ্টিয়ায় আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২০, ২০২৪

কুষ্টিয়ায় আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

 

কুষ্টিয়ায় আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
কুষ্টিয়ায় আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত


মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 

‘‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


বুধবার (২০ নভেম্বর-২০২৪) সকাল ১০টায় আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের কাঁটায় খানা মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


 বাংলাদশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমীন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কুষ্টিয়া টিএসসি অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হক। 


প্রধান অতিথির বক্তব্য বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা দক্ষতার সাথে এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীনভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে। এসময় প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান। স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম সাইদ। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সব থেকে বেশি অবদান থাকে। 


উন্নয়ন কার্যক্রমের প্রায় পঁচাশি ভাগ কাজ আমাদের হাত দিয়েই হয়ে থাকে। দেশকে এগিয়ে নিতে হলে প্রকৌশলীদের প্রযুক্তিগত জ্ঞান আরও বৃদ্ধি করতে হবে। দেশের কল্যাণে নতুন নতুন আবিষ্কার করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। 


 আলোচনা সভা শেষে, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কুষ্টিয়া পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রুহুল আমীন'সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল খাঁন, সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনার রশিদ রশিদ, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী একে শাওন, চাকুরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী ভিপি আশরাফ বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জনসংযোগ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্যিক সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক এ এস এম আতিকুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মসফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বারী’সহ প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, আইডিইবির আমন্ত্রিত অতিথি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক'সহ কুষ্টিয়াতে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন। 


উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।


Post Top Ad

Responsive Ads Here