সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল

সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল
সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল



শরিফুল হাসান,সালথা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের ফরিদপুরে আগমন উপলক্ষে সালথায় জামায়াতের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।


“মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা” এই ভিষনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা কমপ্লেক্সের সামনে হতে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে আকরাম হোসেন কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।


জামায়াতের সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে এময় উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারী মোঃ আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নছরু, উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মিকাইল হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক তরিকুল ইসলাম।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্যা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, যদুনন্দী ইউনিয়নের সভাপতি কবির হোসেন, বল্লভদী ইউনিয়নের সভাপাতি মাওলানা আব্দুল হান্নানসহ জামায়াত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post Top Ad

Responsive Ads Here