কাউখালীতে ৭৮টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের ৭৮টি পরিবারের মধ্যে ফলদ, ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা, সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, নেট ও ঝাঝড়ি বিতরণ করা হয়। সম্প্রতি কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মেহের মালিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস।পিরোজপুর জেলার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, কৃষকদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তার বিষয়ে ধারণা দেন এবং বিতরণকৃত চারা ও বীজের পুষ্টিগুনাগুন বর্ননা করেন পাশাপাশি কিভাবে এসব বাগান তৈরি করলে কৃষকরা উপকৃত হবে তাও বর্ননা করেন।
বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও বর্তমানে দেশের মানুষ ভীষণভাবে পুষ্টিহীনতায় ভূগছে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তার জন্য এই প্রকল্প থেকে ৭৮ টি পরিবারের মধ্যে যে উপকরণ বিতরণ করা হয়েছে তাতে নাঙ্গুলী গ্রামের কৃষকরা উপকৃত হবে পাশাপাশি উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকরাও পুষ্টির বিষয়ে সচেতন হবে এবং ফলদ, ভেষজ, মসলা ও সবজী চাষে আগ্রহী হবে।