ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০১, ২০২৪

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১ নভেম্বর ২০২৪)  শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।


ফরিদপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলামা মোহাম্মদ বদরুদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শফিকুর রহমান।


এসময় প্রধান অতিথি মাওলানা শফিকুর রহমান বলেন, ” বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার দেশের জনগণের উপর জুলুম, অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী ছিল গত সরকারের জুলুমের প্রধান টার্গেট।


তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর অনেক নেতাকে জুডিশিয়াল ক্যু এর মাধ্যমে হত্যা করেছে৷ এরমধ্যে ফরিদপুরের দুই সন্তান তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ‌এবং ‌জেনারেল সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে৷ আগামীতে জামায়াত ক্ষমতায় এলে এই ঘটনার সাথে জড়িত সবার বিচার করা হবে৷


তিনি নেতা-কর্মীদের উদ্যেশ্য করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের ভিত্তিতে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য দেশে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার জন্য নেতাকর্মীদেরকে জনগণের ঘরে ঘরে গিয়ে ইসলামী শাসনব্যাবস্থা সম্পর্কে অবগত করার আহ্বান জানান।


এছাড়া জামায়াতের আমির গত পাঁচ আগস্টের জনতার বিপ্লবে শহীদ হওয়া প্রতিটি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।তিনি চিরজীবন এদেশের ছাত্র সমাজের প্রতি কৃতজ্ঞ থাকা অঙ্গীকার করেন৷ এছাড়া শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করে সাজাতে চান যাতে শিক্ষাজীবন শেষে ছাত্রসমাজকে বেকার বসে থাকতে না হয়।


এছাড়া তিনি দেশের নারী সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয় যে আমরা ক্ষমতায় গেলে দেশের আমাদের মা-বোনদেরকে ঘরে আবদ্ধ করে রাখব ৷ তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন বলেন। বাংলাদেশকে একটি ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার তো করার আশাবাদ ব্যক্ত করেন৷ ফরিদপুরের মাটিকে জামায়াতে ইসলামীর দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার আহবান জানান।


সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ কোন শক্তি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ এইচ এম হামিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ. মোখলেছুর রহমান, গোপালগঞ্জ এর আমির মাওলানা মো. রেজাউল করীম, শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট. নুরুল ইসলাম, ফরিদপুর জেলা জামায়াতের অ্যাসিসটেন্ট সেক্রেটারি মো. আবু হারিচ মোল্যা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম আবুল বাশার, ফরিদপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. জসিম উদ্দিন, নগরকান্দা উপজেলা আমীর মাওলানা মোঃ. ছোহরাব হোসেন, বোয়ালমারী উপজেলা আমীর মাওলানা মোঃ. শহিদুল ইসলাম, ফরিদপুর পৌরসভার আমির এহসানুল মাহবুব রুবেল, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল হামিদ ও পৌর ছাত্র শিবিরের সভাপতি মো. জিহাদুল সালাম রত্ন প্রমুখ।  





Post Top Ad

Responsive Ads Here