লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় আহত ৩

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় আহত ৩
লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলায় আহত ৩


সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন খোকন, সোহেল, রিমি নামে তিনজন।মঙ্গলবার ২৪ ডিসেম্বর জেলা সদরের ৩নং দালাল বাজার ইউনিয়ন ২নং ওয়ার্ডের মহাদেবপুর আনিস মোহাম্মদের বাড়িতে এই ঘটনাটি ঘটে।


সরজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে খোকনের বাবা টুকা মিয়ার খরিদ কৃত জমিতে ঘর নির্মাণের কাজ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে রায়পুর থেকে আওয়ামী লীগের ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে খোকনের উপর অতর্কিত হামলা চালায়।


এসময় খোকনের ছেলে সোহেল ও তার স্ত্রী  এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে ও লাথি দিয়ে হত্যার চেষ্টা করে । এসময় আসামিরা তাদের কাছে থাকা নগদ (২৭০০০/ হাজার) টাকা একটি নাকফুল টেকনো ফোন ছিনিয়ে নিয়ে যায়। 


পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা ওদের হাসপাতাল ভর্তি করেন। 


অভিযুক্ত খোকন বলেন, জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার,তারা শালিশ বৈঠক ও বসতে রাজি নাই,গায়ের জোরে বার বার দখলে চেষ্টা করে।


সোহেল স্ত্রী বলে আমাদের পুরুষ কেউ নাই,তারা জনবল বেশি তাই তারা আমাদের জায়গা দখল করে। আমাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে আসতেছে।


আরো জানা যায়, দীর্ঘ ১০ দশ বছর যাবত জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ ওসমান গনি গংরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সোহেলের পরিবারের সম্পক্তিও জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় জবর দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। 


অভিযুক্ত একজন রেহেনা আক্তার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের কে বলেন আমার কিছু বলার নেই।


লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here