শিশুর মানসিক বিকাশে ছবি আঁকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ডা. মাফরুহা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

শিশুর মানসিক বিকাশে ছবি আঁকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ডা. মাফরুহা

শিশুর মানসিক বিকাশে ছবি আঁকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ডা. মাফরুহা
শিশুর মানসিক বিকাশে ছবি আঁকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ডা. মাফরুহা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু শিক্ষার নির্ভরযোগ্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বেগম শাহানারা একাডেমির সভাপতি ও সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের পরিচালক ডা. মাফরুহা রহমান বলেছেন, শিশুর মানসিক বিকাশে ছবি আঁকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে শিশুরা যদি ছবি আঁকার সুযোগ পায়, তাহলে শিশুরা মেধাবী হয়। তখন তার সৃজনশীলতাও বৃদ্ধি পায়। 


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামারগ্রামে অবস্থিত বেগম শাহানারা একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় ডা. মাফরুহা রহমান বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনে ব্যক্তিত্বের বিকাশ ও আজীবন শিখনের ভিত্তি তৈরি করে। এ অঞ্চলে অতি সুনামের সঙ্গে শিশুদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে মৌলিক পাঠদানের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রম পালন করে আসছে বেগম শাহানারা একাডেমি। শিশুদের ছবি আঁকা শেখানোর জন্য দক্ষ আর্টের শিক্ষক রয়েছেন। শিশুদের আরবি শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় শিক্ষক আছেন। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বেগম শাহানারা একাডেমির পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোনায়েম খান, অপর সদস্য আলাউদ্দিন আলী ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে মেধায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় একাডেমির সব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Post Top Ad

Responsive Ads Here