বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ
বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ

 


শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে, থেমে নেই। 


ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের লোকজন আশপাশে অবস্থান করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।


সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায়  দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরো বলেন, হাসিনা দেশ থেকে পলানোর মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিচার আল্লাহ শুরু করেছে। তাই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। অন্যায়কারী যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।


সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন (মাষ্টার), এ্যাড.জাহিদুর রহমান লাবলু,মুরাদুর রহমান, এনায়েত হোসেন,হাসান আশরাফ,ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন,যুবদল নেতা  বালাম হোসেন, শাফিকুল ইসলাম,যুবদল নেতা ফরিদ হোসাইন,মিরান হুসাইন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। 


শামা ওবায়েদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।



Post Top Ad

Responsive Ads Here