বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত

 

বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত
বোয়ালমারীতে পুষ্টি ও সচেতনতা শিখন মেলা অনুষ্ঠিত 


বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাদিরদী হাইস্কুল মাঠে সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসি) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এ পুষ্টি মেলায় র‍্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। 


মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটি ডেভলপমেন্ট (এসডিসির) নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।


প্রগ্রামার প্রসেনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, উপজেলা কৃষিকর্মকর্তা এসএম রাশেদুল হাসান, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, জেলা বিএসটিআইএর সহকারী পরিচালক অমলেন্দু বাড়ৈ, পিকেএফএসএর ব্যবস্থাপনা কর্মকর্তা জেসমীন আরা প্রমুখ।


দিনব্যাপী এ মেলায় গ্রামীণ জনপদের নারী পুরুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে নানা নাতির গম্ভীরা, নাটিকা, কবিতা আবৃত্তির মাধ্যমে পুষ্টি বিষয়ক প্রচারণা করা হয়। এ মেলায় শাকসবজি, ফলমূল, স্বাস্থ্য সহ  ১১ টি স্টলে বিভিন্ন ধরণের প্রদর্শনী দেখানো হয়।


আয়োজকরা জানান বাংলাদেশ অপুষ্টি একটি গুরুতর সমস্যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের সচেতনতা মূলক মেলা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারনা বৃদ্ধিতে সহায়ক হবে। এতে দেশের অপুষ্টি সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তারা। 


Post Top Ad

Responsive Ads Here