চাচিকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

চাচিকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

চাচিকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
চাচিকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিবেশি প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের বিরুদ্ধে। 


এ ঘটনায় ররিবার রাতে ওই প্রবাসীর স্ত্রী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে পুলিশ ওই ভুক্তভোগীকে ডাক্তারী পরিক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 


অভিযোগে উল্লেখ করা হয়েছে, আদমদীঘির নসরতপুর ইউপির চাটখইর গ্রামের আনোয়ার হোসেন তার স্ত্রী ও দুই সন্তান রেখে প্রায় ৪ বছর আগে চাকুরির সুবাদে সৌদি আরবে যান। আনোয়ার হোসেন প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রীকে একই গ্রামের প্রতিবেশি ভাতিজা ও বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সবুর তুহিন নানাভাবে অনৈতিক কর্মকান্ডের জন্য কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে অস্বীকৃতি জানালে তুহিন তার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি-ধামকি দেয়। গত ২৯ নভেম্বর রাত ১২টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘুমিয়ে পড়লে তার শয়ন ঘরে ঢুকে তাকে ঝাপটাইয়া ধরে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এরপর গত ১৬ ডিসেম্বর তার স্বামী দেশে ফিরলে পুরো ঘটনা খুলে বলেন।


এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সবুর তুহিনের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষনের অভিযোগ এনে ভুক্তভোগী নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরিক্ষার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।



Post Top Ad

Responsive Ads Here