শতবর্ষের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের চোরাচন্ডি কালী মন্দিরে সোনার টিপ চুরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

শতবর্ষের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের চোরাচন্ডি কালী মন্দিরে সোনার টিপ চুরি

শতবর্ষের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের চোরাচন্ডি কালী মন্দিরে সোনার টিপ চুরি
শতবর্ষের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের চোরাচন্ডি কালী মন্দিরে সোনার টিপ চুরি

 


আদমদীঘি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সদরে শতবর্ষের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।  


শুক্রবার গভীর (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চোরেরা অফিস ঘরের তালা কেটে চোরেরা ভিতরে ঢুকে আলমারী ভেঙ্গে সোনার টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। 


ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজা অর্চনা হয়।নওগাঁ বগুড়া  জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা নাতিপুতিদের সুস্থ কামনা  মনের বাসনা পূরণের আশায় মন্দির পুজা দিতে চোরাচন্ডি মায়ের কাছে সোনার টিপ, শাড়ী-কাপড়, পাঠা কবুতর কলা-কদলী পাষানসহ ভোগ-রাগ হরেক রকমের মিষ্টি প্রসাদ নিয়ে এই চোরাচন্ডি মন্দিরে দেন। এসব সামগ্রির মধ্যে ভোগ হিসাবে ভক্তদের মাঝে বিতরণ ও করা হয়। দক্ষিণা সোনার টিপ, শাড়ীসহ প্রভৃতি সামগ্রি মন্দিরে সংরক্ষণ করা হয়। 


শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় সাপ্তাহিক মন্দিরের নিয়োজিত পুরোহিত বাদ্দকর,যোগারীসহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখেন অফিস -ভান্ডার ঘরের তালা কেটে চোরচক্র ভিতরের ঢুকে মন্দিরের অফিসে থাকা আলমারী ভেঙ্গে পুজার কাজে ব্যবহৃত সোনার কয়েকটি টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।


বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, মন্দিরটিতে আগে থেকেই কোন পাহারাদার রাখা হয়নি। নিরাপত্তাহিন অবস্থায় থাকায় চুরির ঘটনা ঘটে। মন্দির নিরাপত্তা দিতে কমিটির সভাপতি ও সম্পাদককে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চোরচক্র সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here