ফরিদপুরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

ফরিদপুরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

 

ফরিদপুরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর
ফরিদপুরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীন জোদ্দারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।


হামলায় চিকিৎসক শাহীন জোদ্দারের দুটি দাঁত পড়ে গেছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক আবদুল গণি আসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক শাহীন জোদ্দার হাসপাতালের দায়িত্ব পালন শেষ করে ১০ তলা ভবনের তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এ সময় ফরিদপুরের বেসরকারি জেড এম নার্সিং কলেজের শিক্ষার্থী ও শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মো. মোত্তাকিমের (২১) সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এ নিয়ে শাহীন জোদ্দারের সঙ্গে মোত্তাকিমের কথা–কাটাকাটি হয়।


ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহীন জোদ্দার হাসপাতালের দোতলা থেকে নিচে নেমে আসার পর মোত্তাকিম ও তাঁর সহযোগীরা তাঁর ওপর চড়াও হন। এ সময় শাহীন জোদ্দার ঘুষি মেরে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা ঘুষি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। 


এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরুবা জেবা বলেন, শাহীন জোয়ার্দার ফরিদপুরের একজন সুনামধন্য অর্থোপেডিক্স চিকিৎসক। তাকে যে প্রকাশ্যে মারধর করা হয়েছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেব। এছাড়া আমরা বিষয়টি ফরিদপুরের ডিসি, এসপিসহ স্বাস্থ্য বিভাগকে লিখিত আকারে জানাবো। এ ঘটনার পর থেকে আমাদের চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ বলেন, আমরা এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here