দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই - ডা.শফিকুর রহমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০২, ২০২৪

দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই - ডা.শফিকুর রহমান

 

দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই - ডা.শফিকুর রহমান
দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই - ডা.শফিকুর রহমান


সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের দেশ আমরা মিলেমিশে বসবাস করবো। আমরা ফ্যাসিবাদদের মতো কোথাও পালিয়ে যাবোনা। এদেশ আমাদের, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবো। 


আজ সোমবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। শফিকুর রহমান আরো বলেন, "জাতি,ধর্ম,বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রান দিয়েছেন। কেউ চিরতরে পংগু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এদেশ হবে, মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, র্দুনীতি মুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি"। এ সময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আরো উপস্থিত ছিলেন জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়বে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোজহিরুল হক। নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মোঃ আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। এরপর তিনি ছারছিনা দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারত করেন এবং দরবারে সকলের সাথে কুশল বিনিময় শেষে বানারীপাড়া উপজেলার উদ্দেশ্য যাত্রা করেন।


Post Top Ad

Responsive Ads Here