ভোলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন |
একে এম গিয়াসউদ্দিন, ভোলা:
ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে।আজ১ জানুয়ারী বুধবার “এসো দেশ বদলাই" পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ভোলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও বর্ণাঢ্য র্যালি শেষে তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের উপস্থিতিতে ‘তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বই মেলা, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট, আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, ডিডিএলজি জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ মনজুর হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।