গভীররাতে শীতবস্ত্র নিয়ে বিভিন্ন এতিমখানায় হাজির ইউএনও
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সারাদেশ যখন হাড় কাপানো শীতে কাঁপছে তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় গভীররাতে শীতবস্ত্র নিয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান।
কনকনে শীতকে উপেক্ষা করে গতকাল রোববার রাতে পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও সেকেন্দার আলী মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি। এরআগে গত শনিবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কঠুরাকান্দী দারুল উলূম ওয়াজেদিয়া মাদ্রাসা, গোপালপুর ইউনিয়নের পবনবেগ হাফেজিয়া মাদ্রাসা ও চান্দড়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন ইউএনও রায়হানুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর আলফাডাঙ্গা উপজেলায় প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৫০০ টি কম্বল বরাদ্দ পেয়েছে। এছাড়া শীতবস্ত্র ক্রয়ের লক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পৌরসভায় এক লক্ষ ও ছয়টি ইউনিয়নে ৫ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। এই অর্থ দিয়ে ১ হাজার ৭১০ টি কম্বল ক্রয় করা হয়েছে। সবমিলিয়ে এ উপজেলায় ২ হাজার ২১০টি কম্বল বিতরণ করা হবে।
মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলাম জানান, আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা অনেকেই হতদরিদ্র পরিবারের সন্তান। আবার তাদের কারও বাবা-মা নেই। আমরা চেষ্টা করছি তাদের সকল চাহিদা পূরণ করে ইসলামী শিক্ষা দেওয়ার। এবছর শীত অনেক বেশী। ইউএনও মহোদয় আমাদের মাদ্রাসায় এসে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এতে আমাদের ছেলেদের কিছুটা হলেও ঠান্ডা লাঘব হবে।
জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শীতের এই দাপট। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় গত দুইদিন ধরে উপজেলার বিভিন্ন মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে।