সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২৫

সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন
সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন 



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। 


সোমবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামে সাবেক ইউপি সদস্য মারুফ-উল হাসান খান শিপলুর নেতৃত্বে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। 


মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন, মসজিদের সভাপতি গোলাম কিবরিয়া, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান প্রমূখ। 


বক্তারা জানান, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করলে পূর্বের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে। বিগত সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতি ও অনিয়ম ভরপুর করে রেখেছে। ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎবিভাগ। পরিশেষে প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা। 




Post Top Ad

Responsive Ads Here