ভোলা চরফ্যাশনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০১, ২০২৫

ভোলা চরফ্যাশনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভোলা চরফ্যাশনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ভোলা চরফ্যাশনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



একে এম গিয়াসউদ্দিন, ভোলা:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার চরফ্যাসনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালী, রক্তদানকর্মসূচি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 


আজ১ জানুয়ারী বুধবার সকাল থেকেই পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও উপজেলার ২১ ইউনিয়ন থেকে স্ব-স্ব মিছিলে মিছিলে মুখরিত হয়ে ফ্যাসন স্কয়ারে বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহন করেন উপজেলা ছাত্রদলের কয়েকহাজার নেতাকর্মী।


এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক, পৌর ছাত্রদলের আহবায়ক নুর উদ্দিন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজ, কলেজ ছাত্রদল আহবায়ক মো. ইমরান, সদস্য সচিব মেহেদী মিয়াজী প্রমুখ।


এছাড়ও উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এসময় বক্তরা বলেন,শারীরিক ও মানুষিকভাবে সুস্থ-সুন্দর প্রজম্ম গঠন করাই ছাত্রদলের মূল নীতি লক্ষ্য উদ্দেশ্য। 


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ সর্বদায় প্রস্তুত। স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে চরফ্যাসনের সন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে একটি আধুনিক উপজেলা ছাত্রদল গঠন করবো।


এদিকে সাবেক এমপি নাজিমউদ্দীন আলমের ব্যানারে ছাত্রদলের গৌরব ঐতিহ্য আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেখা গেছে। চরফ্যাশন উপজেলার সকল থানায় বিভিন্ন ইউনিয়নে গুন্ডার বহর ওপায়ে হেটে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here