প্রবাসী যুবকের উদ্যোগে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পেল শীতবস্ত্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২৫

প্রবাসী যুবকের উদ্যোগে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পেল শীতবস্ত্র

প্রবাসী যুবকের উদ্যোগে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পেল শীতবস্ত্র
প্রবাসী যুবকের উদ্যোগে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পেল শীতবস্ত্র

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মরিশাস প্রবাসী আকাশ মিয়া নামে এক যুবকের উদ্যোগে তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


শুক্রবার সকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের দশটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র হিসেবে কম্বল পোঁছে দেওয়া হয়।


মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক। 


খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। বিশেষকরে একযোগে দশটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে অংশ নিয়ে তা বাস্তবায়ন করেছেন। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়কাল থেকে এলাকার কয়েকশো হতদরিদ্র পরিবারকে প্রতিমাসে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতি ঈদে বস্ত্র, খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ করে অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বেশকিছু হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ করে প্রশংসায় ভাসছেন এ যুবক। প্রতিমাসে এলাকার পাঁচটি এতিমখানায় প্রয়োজনীয় চাল সরবরাহ করেন তিনি।


জানতে চাইলে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে জানান, আমি সবসময় চেষ্টা করি আমার কষ্টার্জিত অর্থের বৃহৎ অংশ মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের পাশে ব্যয় হোক। সেই ধারাবাহিকতায় কয়েক শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এভাবেই আমি সারাজীবন মানুষের সেবা করে পাশে থাকতে চাই।

Post Top Ad

Responsive Ads Here