সান্তাহারে জমিজমার বিরোধে মা-ছেলেকে পিটানোর অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০৪, ২০২৫

সান্তাহারে জমিজমার বিরোধে মা-ছেলেকে পিটানোর অভিযোগ

সান্তাহারে জমিজমার বিরোধে মা-ছেলেকে পিটানোর অভিযোগ
সান্তাহারে জমিজমার বিরোধে মা-ছেলেকে পিটানোর অভিযোগ



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

গুড়ার আদমদীঘির সান্তাহারে জমি জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 


শুক্রবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 


অভিযোগে জানাগেছে, প্রতিবেশী হাফিজার রহমান মিন্টুর সাথে অভিযোগকারি বেনজুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে মিন্টু তার স্ত্রী, ভাই ও ছেলেকে নিয়ে বেনজুরের বাড়ির সামনে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বেনজুর গালিগালাজ করতে নিষেধ করলে তাকে এলোপাতারীভাবে মারপিট শুরু করে। এসময় তার মা বিলসিক নাহার এগিয়ে আসলে তাকেও মারপিটে আহত করেন। 


স্থানিয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর রাতেই আহত বেনজুর বাদী হয়ে হাফিজার রহমান মিন্টু (৫৩), তার স্ত্রী সালমা (৫০), ছেলে আবু সাহিদ (৩৪), ভাই মাহবুব ইসলাম টগর (৪০), পলাশ (৪৮) ও রাঙ্গার (৪৬) নামে অভিযোগ দায়ের করেন।


আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here