আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০২, ২০২৫

আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন

 

আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন
আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন


মোঃ এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। 


উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি কাওছার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুয়াদ ও মেরাজ প্রমুখ।


এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস হয়ে ইউএনও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Post Top Ad

Responsive Ads Here