আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০৪, ২০২৫

আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু

আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু
আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরফান আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 


শনিবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন। আরফান আলী নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বুড়াপুকুর গ্রামের মৃত ওমিদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার কদমা গ্রামের সড়কে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে গাছে উঠেন আরফান আলী। 


এসময় অসাবধানবশত বৈদ্যুতিক তার শরীরে সঙ্গে স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


Post Top Ad

Responsive Ads Here