আলফাডাঙ্গার বেগম ছালেহা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০১, ২০২৫

আলফাডাঙ্গার বেগম ছালেহা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গার বেগম ছালেহা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গার বেগম ছালেহা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বেগম ছালেহা একাডেমীতে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় বেগম ছালেহা একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বেগম ছালেহা একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা, আলফাডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক কার্ত্তিক চন্দ্র দাস, বেগম ছালেহা একাডেমীর অধ্যক্ষ নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ তাহসিনা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বেগম ছালেহা একাডেমীর রেক্টর প্রবীর কুমার বিশ্বাস। 


অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে মেধায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় একাডেমির সব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here