কাউখালীতে নার্সারি আর খামারে সফলতার স্বপ্ন দেখছেন আমিনুল হক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৫, ২০২৫

কাউখালীতে নার্সারি আর খামারে সফলতার স্বপ্ন দেখছেন আমিনুল হক

কাউখালীতে নার্সারি আর খামারে সফলতার স্বপ্ন দেখছেন আমিনুল হক
কাউখালীতে নার্সারি আর খামারে সফলতার স্বপ্ন দেখছেন আমিনুল হক 

 


পিরোজপুর প্রতিনিধি:

চাকুরির পিছনে না ছুটে নার্সারি আর খামার গড়ে সফল হওয়ার স্বপ্ন পূরনের পথে পিরেজপুরের কাউখালাী উপজেলার ১ নং সয়না রঘুনাথ পুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের যুবক মো. আমিনুল হক। 


সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১০ টি ব্লাক বেঙ্গল ছাগল নিয়ে খামার শুরুকরে আজ ৪৬ টি ছাগলের মালিক এবং সবগুলো ছাগলই সুস্থ আছে। ব্লাকবেঙ্গল জাতের বিভিন্ন আকারের  ছাগল গুলোর লাফালাফি আর ডাকা ডাকি সত্যিই ভালো লাগবে যে কারোর। ছাগল গুলোর খাবাবের জন্য  ঘাসের বাগান এবং  ঘাসকাটার জন্য রয়েছে দুই ব্লেটের মেশিন, রয়েছে ডিসপেনসারি, খাদ্য গোডাউন সহ সংশ্লিষ্ট যাবতীয় উপকরণ।  


পাশেই আছে কবুতরের খাচা। প্রায় অর্ধশত ছোটবড় কবুতরের ওড়াওড়ি  মনে প্রশান্তি আসে। নিজস্ব জমিতে  রয়েছে বিভিন্ন ফল  ফুল ও সব্জীর চারা। পাশাপাশি   কৈ আর শিং মাছ চাষের জন্য তৈরি করাহচ্ছে ঘের। সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করতে গেলে আমিনুলের এ আয়োজন যে কেহ অনুসরণ করতে উৎসাহ পাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাউখালী আউট লেটের ওউনার মোস্তাফিজুর রহমান।


 উদ্দ্যোক্তা যুবক আমিনুল হক জানান নিজস্ব তহবিল নিজস্ব জমিতে নার্সারি , মাছের খামার এবং দেশী ছাগলের খামার করে আত্মনির্ভরশীল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে করে চাকুরীর পিছনে না ছুটে উৎপাদনশীল সম্পদ  সৃষ্টি করে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারি মহান আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।



Post Top Ad

Responsive Ads Here