২০২৪ এর অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সারজিস আলম |
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
শত শত ছাত্র-জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রদানের জন্য জনসংযোগে ফরিদপুরে এই কথা বলেছিলেন তিনি।
এসময় সারজিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের শত শত ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। শত শত মানুষ আহত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে করে এই অভ্যুত্থান করা হয়েছে।
এই অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ব্যক্তি ও বিষয়কে সংবিধানে যুক্ত করতে হবে। বৈষম্যবিরোধী প্লাটফর্মকেও সংবিধানে যুক্ত করতে হবে বলে জানান সারজিস আলম।
অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলেন, বিগত ১৬ বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি বলে পারেননি। জুলাইয়ে আমরা এক হতে পেরেছি বলে এই অভ্যুত্থান হয়েছে। আমরা যদি আবার স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হই তাহলে বিভাজন শুরু হবে। আর এই সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার পথ পাবে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলেন, ‘আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি। আমরা কারো কাছে নতজানু নই। পৃথিবীর যেকোনো পরাশক্তি যদি পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তা আমরা ছুড়ে ফেলবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হাসিব আল ইসলাম, নাবিলা তানিয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, সমন্বয়ক রিফাত রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার নেতা আবরার নাদিম ইতু, সোহেল রানা প্রমুখ।