![]() |
দোয়ারাবাজারের বসত ঘরে আগুন লাগিয়ে জমি দখলের চেষ্টা |
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে বসত ঘরে আগুন লাগিয়ে জমিও বাড়ি দখলের চেষ্টায় লিপ্ত থাকার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র গয়াছ মিয়া। ঘটনাটি ঘটেছে (৩১ ডিসেম্বর) মঙ্গলবার গভীর রাতে।
বুধবার (১ জানুঃ) লিখিত অভিযোগে উল্লেখ করেন, সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত্যু আজম আলীর পুত্র ছৈয়দ মিয়া (৩৫) দিলবর আলীর পুত্র পাপ্পু মিয়া (১৯) রিয়াজ আলীর পুত্র মো. উসমান আলী(৭০) নিম্বর আলী স্ত্রী হাসিনা বেগম (৪২) এদের সাথে দীর্ঘদিন যাবত বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সুবাদে বাদী গয়াছ মিয়াকে বাড়ি ছেড়ে চলে না গেলে হত্যার হুমকি ও দেওয়া হয়েছিল।
এব্যাপারে বাদি গয়াছ মিয়া বলেন, বিবাদীরা সব সময় আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে আসছে। আমার বসতঘরে থাকা আসবাবপত্র সহ সব কিছু আগুনে পুড়িয়ে ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছেন বিবাদীরা।
জানতে চাইলে বিবাদী সৈয়দ মিয়ার স্ত্রী বলেন, আগুনের ঘটনাটি ঘটেছে। আগুন কেবা কারা লাগিয়েছে তা আমরা জানিনা। তবে গয়াছ মিয়া প্রতিরাতেই গাজাঁ ও মদ খায়। এছাড়াও আমরা আগুন নেবানোর চেষ্টা করেছি।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, জাহিদুল হক বলেন, আগুনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।