পিরোজপুরে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত |
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।র্যালী শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, দপ্তর সম্পাদক মশিউর রহমান সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছি । মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই অব্যহত থাকবে।
মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ বুধবার বিকেলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালুর মাঠ থেকে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে আলোচনা সভা মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ফরাজী, পৌর বিএনপি'র আহ্বায়ক হুমায়ুন কবির , পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখসহ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতারা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নেতৃত্ব দেওয়া মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মুক্ত বাতাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পাচ্ছে ছাত্রদল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের প্রাণ হারানো শহীদদের আমরা স্মরণ করছি।
তিনি আরও বলেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। দেশের মানুষকে নিজের ভোট প্রদানের অধিকার ফিরিয়ে দিতে আমরা এখনও লড়াই জারি রেখেছি। বর্তমান ছাত্রদল আরও বেশি শক্তিশালী, আরও সুসংগঠিত।
কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রাম ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদল ১জানুয়ারি আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন, ২০১১ সালে পহেলা জানুয়ারি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ছাত্রদল নেতা শহীদ তারিফুর রহমান অনুর কবর জিয়ারত, সরকারি বালক বিদ্যালয়ের সম্মুখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের কেন্দ্রীয় সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি সাফিউল আজম দুলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, রফিকুল ইসলাম রফিক, লিয়াকাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী।
আলোচনা ও শোভাযাত্রায় উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।