রাজশাহীর দুর্গম চরে ২শত অসহায় পরিবারকে স্বাস্থ্য সেবা দিয়েছে বিএলভি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২৫

রাজশাহীর দুর্গম চরে ২শত অসহায় পরিবারকে স্বাস্থ্য সেবা দিয়েছে বিএলভি

রাজশাহীর দুর্গম চরে ২শত অসহায় পরিবারকে স্বাস্থ্য সেবা দিয়েছে বিএলভি
রাজশাহীর দুর্গম চরে ২শত অসহায় পরিবারকে স্বাস্থ্য সেবা দিয়েছে বিএলভি 

 


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীর দুর্গম চরে অসহায় মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। 


সোমবার (৬ জানুয়ারি) জেলার পবা উপজেলার চর মাজারদিয়াড়ের চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদিন ব্যাপী ক্যাম্পেইনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের (বিএলভি)  প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান। ওই দিন চিকিৎসক, ল্যাব টেকনোলজিস্ট,সিনিয়র স্টাফ নার্স, গ্র্যাজুয়েট নার্স, শিক্ষানবিশ এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম চর মাজারদিয়াড়ের ৪ গ্রামের ২০০ পরিবারের মাঝে সেবা প্রদান করে। 


চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি হাসি ফোটে পরিবার গুলোতে। ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ (বøাড প্রেশার) ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রæপ নির্ণয় করা হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধপত্রও প্রদান করা হয় বিনামূল্যে। ক্যাম্পেইনে বিভিন্ন রোগের পরামর্শ দেন ডা. আবু সালেহ ও ডা. সাজিদুল। ওই সময় সিনিয়র স্টাফ নার্স মুস্তাকিম আহমেদ এবং ল্যাব টেকনোলজিস্ট আবু যার গিফারি নয়ন সেবা প্রদান করেন। 


দুর্গম চরের স্থানীয়রা চিকিৎসা সেবা পেয়ে জানান, এই ধরণের ক্যাম্পেইনে সেবা তাদের প্রয়োজন। সাধারনত তারা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। তবে একদিন ব্যাপীসেবা তাদেরকে আনন্দিত করেছে। আগামীতেও এই ধরনের কর্মসূচির প্রত্যাশা করেছেন চরবাসী। এই ক্যাম্পেইনে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 


ব্যাতিক্রম এই কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল বলেন, সেবামূলক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তবে দুর্গম চরের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরকারী সেবার মান উন্নয়ন নিয়ে সার্বিক চেষ্টার করা প্রত্যয় করেন তিনি।  


অনুষ্ঠানে পবা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. নূরে লায়লা, চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন মীর, ইউপি সদস্য হুমায়ুন কবির, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইফ,সদস্য রিফাত আল মাহমুদ হাদি, নাহিদ হোসেন, মাসুম আহমেদ, মাহিম হোসেন, রুহুল আমিন আরাফাত, মো. মাসুদ পারভেজ, এনামুল হক ও হাসান ফারুক হিমেল উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here