ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ০৫, ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন
ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি ‌: 

ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে ফরিদপুরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ফরিদপুর প্রেসক্লাবে রোববার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‌


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার নাজিরুল ইসলাম। 


এসময় সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের বোয়ালমারী এলাকার একটি পুকুরের জমিজমা বিরোধের জের ধরে শনিবার ঢাকায় একটি সংবাদ সম্মেলন করেন খন্দকার আব্দুল আউয়াল (চোরা বাবলু)। তিনি আওয়ামী শাসনের সময় বিভিন্নভাবে নাজেহাল করত আমাদেরকে। ঠিক সেভাবেই এখন তিনি আবারও বিভিন্ন চক্রান্ত লিপ্ত হয়েছেন। ওই সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল আউয়াল বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল বাবলু বিএনপি'র সাতৈর ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের বিরুদ্ধে বানোয়াট এবং মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়াও খন্দকার আব্দুল আউয়াল তৎকালীন আওয়ামী লীগ শাসনামলের সময় নাজিরুল ইসলাম এর কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেন। খন্দকার নাজিরুল ইসলাম এর কাছে পুকুরের বৈধ লীজের দালিলিক প্রমাণাদিও রয়েছে। বক্তারা অতি দ্রুত খন্দকার আব্দুল আউয়াল বাবলুকে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মিথ্যা তথ্য তুলে ধরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। 


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি'র সাতৈর ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিআই, বিএনপি'র সাতৈর ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস মোল্লা, সাতৈর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাকির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।  




Post Top Ad

Responsive Ads Here