ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০২৫

ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

 

ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি


একে এম গিয়াসউদ্দিন, ভোলা :

ভোলা শহরের কালীবাড়ী রোডে সাংবাদিকের বাসায় ভোলায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাসার আলমিরা ভেঙে ৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং দামি মালামাল নিয়ে যায়।


মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার কালিবাড়ী রোডস্থ এখন টিভির ভোলা জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় এই দুর্র্ধষ চুরির ঘটনা ঘটে।


সাংবাদিক ইমতিয়াজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে অফিসে যান। এর কিছুক্ষণ পর তার মা ঘরের সামনের দরজা তালা দিয়ে হাসপাতালে যায়। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসায় প্রবেশ বাসার আলমিরা ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লাখ টাকা ও দামি জিনিসপত্র নিয়ে যায়। ইমতিয়াজের মা হাসপাতাল থেকে বাসায় এসে ঘরে প্রবেশ করে আলমিরা ভাঙা দেখেন এবং জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে দেখেন আলমিরায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দাদি জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র। 


এ ঘটনায় ভোলা থানায় পুলিশকে খবর দিলে এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


ইমতিয়াজুর রহমান বলেন, চোরচক্র পূর্ব থেকেই ওত পেতে ছিল। বাসায় কেউ না থাকার সুযোগে তারা আলমিরা ভেঙে স্বর্ণ ও টাকা এবং দামি জিনিসপত্র নিয়ে যায়। আমরা প্রশাসনের কাছে দাবি জানায় যেন তারা দ্রুত এই চোরচক্রকে গ্রেফতার করে জিনিসপত্র উদ্ধারে সহায়তা করেন।


এসআই মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পুরো বিষয়টি তদন্ত করেছি। চোরচক্র ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আমাদের তদন্ত অব্যাহত থাকবে। আশা করি, খুব দ্রুত এই চোরচক্রকে আইনের আওতায় আনতে সক্ষম হবো।




Post Top Ad

Responsive Ads Here