১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে: ফরিদপুরে হাসনাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০৬, ২০২৫

১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে: ফরিদপুরে হাসনাত

 

১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে: ফরিদপুরে হাসনাত
১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে: ফরিদপুরে হাসনাত


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

'আমরা চাই আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বতী সরকার ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিক, ১৫ জানুয়ারির মধ্যে খুনি হাসিনার বিচারের সুস্পট একটি বার্তা দিক। যে কারনে ছাত্র জনতা রাস্তায় নেমে ছিলো পরিবর্তিত বাংলাদেশ গঠনে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের স্বীকৃতির মাধ্যমে সেই আশা আকাঙ্খার প্রতিফলন ঘটুক।' 


সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ সমাপনি বক্তব্যে এসব কথা বলেন।


হাসানাত আবদুল্লাহ বলেন, খুনি শেখ হাসিনা সকল ধরনের রাষ্ট্র কাঠামো ভেঙে দিয়েছে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে। আমরা দেখেছি আমাদের পূর্বপ্রজন্মের যারা নেতৃত্বে রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারনে বছরে পর বছর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। তারা ব্যর্থ হয়েছে তারা যেখানে ব্যর্থ সেখানে তরুন প্রজন্মকে হাল ধরতে হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করতে লিডার শিপের যে হাল আমরা ধরে ছিলাম পরবর্তি বাংলাদেশ পূর্নগঠনে নেতৃত্বের হাল আরো শক্ত করে ধরতে হবে। 


অর্ন্তর্বতী সরকারকে ইঙ্গিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৮ আগস্ট এই সরকার গঠনের পর এখন পর্যন্ত দৃশ্যমান। একটি বিচারও আমরা হতে দেখেনি। ২০০৯ সালে পিলখানা ও ২০১৪ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের একটি বিচারও হয় নাই। ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে যে অনিয়ম করা হয়েছে, তার বিচারও হয় নাই। অর্ন্তর্বতী সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, তাহলে অবশ্যই এই বিচারগুলি আপনাদের করতে হবে। সেই সাথে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছাত্র-জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে।


ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষনার লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, আরিফ সোহেল, আশরেফা বক্তব্য রাখেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চলনায় সমাবেশে স্থানীয় সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন, সোহেল রানা, কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মো. আরাফাত প্রমূখ।


সমাবেশ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সমন্বয়করা ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ জন শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন।



Post Top Ad

Responsive Ads Here