ফরিদপুর প্রতিনিধি :
বিএনপি'র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কমলাপুর সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিমখানার ছোট ছোট কোরআনের পাখিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে ছোট ছোট এতিম বাচ্চাদেরকে প্রধান অতিথি নগদ ২৫ হাজার টাকা শীতবস্ত্র ও খাদ্য দ্রব্যের জন্য তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি প্লাবন শেখ পিলু, গাজী মনির, মেহেদী হাসান রব্বানী, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন জনি, আশরাফুজ্জামান নোমান, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়সাল নিলয়সহ অন্যরা।