ফরিদপুর প্রতিনিধি :
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট পুত্র আরাফাত রহমান কোকো'র ১০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শোক র্যালি ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সুমন খানের নেতৃত্বে এ উপলক্ষে একটি শোক র্যালিটি বের করা হয় শহরে।
র্যালিটি ফরিদপুর শহরের খাবাসপুর মোড় হতে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি এনামুল করিম রবিন, মোঃ মুসা মিয়া, মামুনুর রশিদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বদিউজ্জামান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খান, জাকির হোসেন, শিশির আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখা হয়।
এদিকে শুক্রবার বাদ আসর ফরিদপুর জেলা বিএনপি'র কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।