আলফাডাঙ্গায় জমিয়তে উলামায়ে ইসলামের নবগঠিত কমিটির পরিচিত সভা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তা'লীমুল কুরআন মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ্'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শরফুদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা তামিম আহমেদ, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা আবুল বাশার, হাফেজ ওমর ফারুক, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শিকদার, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াছিন আলী, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আবু বকর, দপ্তর সম্পাদক মুফতি আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুর রহমান ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য বিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা শাখা কমিটি অনুমোদন দেন সংগঠনটির জেলা শাখা।