সালথায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারী ০৮, ২০২৫

সালথায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

 

সালথায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সালথায় অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় শিশুদের খেলার সময় অগ্নিকান্ডে ৭টি বসত ঘরসহ মোট ১১ টি ঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। 


শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।


উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে পর আহম্মদ মোল্যার ঘরের পাশে শিশুরা ম্যাচ লাইট দিয়ে আগুন নিয়ে খেলেছিলো। সেখান থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে, মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ধান, পাট, চাউল, ফসল, নগদ টাকা, সোনা-গহনা সহ গৃহস্থালির সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।


অগ্নি কান্ডে আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যা ১ টি, মোস্তফা মোল্যা ৩ টি, আহম্মদ মোল্যা ৪টি,মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যা ২টি, চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা ১ টিসহ মোট ১১টি ঘর আগুনে পুড়ে যায়। এর মধ্যে ৭টি বসত ঘর রয়েছে। আগুনের তাপে কেউ সামনে আগাতে পারে নাই। আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এর মাঝে আগুন থেকে রক্ষা করতে কিছু জরুরী কাগজ-পত্র সহ একটি ট্রাঙ্ক বাইরে রাখলে তা চুড়ি হয়ে যায়। বাকি  প্রায় সব কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।


স্থানীয় সাইফুল ইসলাম জানান, আহম্মদ মোল্যার ঘরের ওখান থেকেই আগুনের সুত্রপাত হয়। আগুনে ৫/৬ টি পরিবার ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারগুলি এখন না খেয়ে থাকা এবং খোলা আকাশের নিচে তাদের স্থান। আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অসহায় পরিবাবরের বোবা কান্না সহ্য করার মত না। আমি এই অসহায় পরিবার গুলোর জন্য সকলের কাছে দোয়া চাই।


সালথা ফায়ার স্টেশনের চার্জ অফিসার লিডার মোঃ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সব গুলোই ছিলো টবনের ঘর এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাস্তায় সমস্যা থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লেগেছে।


Post Top Ad

Responsive Ads Here