সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথার রাঙ্গারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথার রাঙ্গারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথার রাঙ্গারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সালথার রাঙ্গারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

স্কুল থেকে ফেরার পথে মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) নিহত হয়েছেন। 


এ ঘটনায় আরো চার আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের চৌরঙ্গীর মোড় কুজুরদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আসমা বেগম নগরকান্দার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ আল আজাদের স্ত্রী। তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাঈনুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে মাহিন্দ্র গাড়িযোগে ফরিদপুর শহরের বাসায় ফিরছিলেন শিক্ষক আসমা বেগম। পথে চৌরঙ্গীর মোড় এলাকার তাকে বহনকারী মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর হন আসমা।


পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মাহিন্দ্রের আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here