সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌধুরী কামাল ইবনে ইউসুফের জৈষ্ঠ্য কন্যা চৌধুরী নায়াব ইউসুফ কয়েক শতাধিক রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে লক্ষ্মী দাসের হাটে রোজাদারদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপি নেতা ও ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তাফা মিরাজ, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ কালাম শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদ পারফেজ ডাফরিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রী হিসেবে প্রায় কয়েক শতাধিক রোজাদারদের মধ্যে ছোলা, চাইল, চিনি, সেমাই, চিরা, তেল, লবন বিতরণ করা হয়।