ফরিদপুর জিয়া মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ৩০, ২০২৫

ফরিদপুর জিয়া মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


ফরিদপুর প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনায় দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ফরিদপুর জেলা জিয়া মঞ্চের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আখতার টুটুল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওন, মহানগর কমিটির আহ্বায়ক লিয়াকত আলী খান লাভলু সহ অন্যরা। 

প্রধান অতিথির বক্তব্যে আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী বলেন, দেশের মাটি থেকে বিএনপিকে বারবার সরানোর ষড়যন্ত্র হয়েছে কিন্তু শেষ পর্যন্ত পারেনি। মানুষের ভালোর জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারো ক্ষমতা আনতে হবে বিএনপিকে। তিনি আরো বলেন, এখন যে সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে হবে।

পরের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

Post Top Ad

Responsive Ads Here