ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন : সাড়ে তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৮, ২০২৫

ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন : সাড়ে তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন : সাড়ে তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি
ফরিদপুরে রেমন্ড শোরুমে আগুন : সাড়ে তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরে রেমন্ড শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল আজ সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ।


আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের আলীমুজ্জামান বেইলি সেতুর পূর্বপাড়ে অবস্থিত তিনতলা ভবনবিশিষ্ট রূপসা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে এক পথচারী মার্কেটটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে জেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং একটি অ্যাডভাইজার দল ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।


রেমন্ড শপের মালিক সুমন মুন্সি বলেন, আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।


এ ছাড়া ভবনটির নিচতলায় আছে ৯টি ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান এবং তিনতলায় প্রগতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যালয়। রেমন্ড শপে আগুন নেভানোর সময় পানি ব্যবহার করায় ফরিদপুর পার্টস হাউস ও সাকিব টেলিকম নামের দুটি দোকানে মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।


ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here