ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনের ভিআইপি হল রুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিশিষ্ট বিএনপি নেতা অজয় কুমার করের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক সুখদেব কুমার রায়, জেলা কমিটির যুগ্ন আহবায়ক সাধন মন্ডল, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট অর্চনা দাস, যুগ্ন আহবায়ক সঞ্জয় কুমার সাহা, যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায়, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর মন্ডল প্রমুখ। এ সময় সংগঠনের ফরিদপুরের নয়টি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অরূপ চক্রবর্তী।
কর্মীসভায় বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী ও আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে পূজা উদযাপন ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফরিদপুর জেলার নয়টি উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীলতায় আনতে আগামী এক মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি এবং পরবর্তীতে জেলা কমিটির সম্মেলন করা হবে বলে জানানো হয় কর্মীসভা থেকে।