সঞ্জিব দাস, ফরিদপুর :
আওয়ামী লীগ দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে নতুনভাবে বাংলাদেশকে গড়ার। সেখানে শুধু শান্তি থাকবে, সবার মনে খুশি থাকবে। আমরা যে দেশ গড়ার প্রতিজ্ঞা করেছি সুন্দর দেশ গড়ার, সেই প্রতিজ্ঞা যেন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে রক্ষা করতে পারি।
শনিবার বিকেলে ফরিদপুরের ঈশান গোপালপুর স্কুল মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ এইসব মন্তব্য করেন।
অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশান গোপালপুর ফ্রেন্ডস ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় পশ্চিম আলিপুর বাংলা টাইগার্স একাদশ। জমজমাট এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মহানগর যুবদল সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য ঈশান গোপালপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাসব্যাপী উক্ত টুর্নামেন্টের খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।